19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

চ্যাম্পিয়নস লিগ: সেমির ২য় লেগে ৭ মে মুখোমুখি পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ড

ফ্রান্সের রাজধানী প্যারিসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৭ মে মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ২ মে সেমিফাইনালের প্রথম ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথম লেগে এগিয়ে যায় বরুশিয়া।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় ডর্টমুন্ড। ৩৬ মিনিটে লিড নেয় স্বাগতিকরা, গোল করেন নিকোলাস ফুলক্রুগ। এরপর সময়তায় ফিরতে মরিয়া হলেও, ব্যর্থ হয় পিএসজি। নিষ্প্রভ ছিলেন দলের বড় তারকা কিলিয়ান এমবাপ্পেও। এবার পিএসজির মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

এর আগে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার কাছে ঘরের মাঠে প্রথম লেগে হারের পরেও বার্সার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে সেমিতে ওঠে পিএসজি। এজন্য সেমির প্রথম লেগে হারের পরেও ফাইনাল এখনও সম্ভব দলটির জন্য। ঘরের মাঠেই ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে আসরের পথচলা শুরু করেছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন