14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ মিনার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

জানা গেছে, আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে এসেছেন। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’-এ রকম নানা স্লোগান দিচ্ছেন।

এছাড়াও, আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

প্রসঙ্গত, সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে গতকাল (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন