19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জয়পুরহাটে কৃষক হত্যায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেদা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর রায় ঘোষণা করেছে আদালত। রায়ে ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। ২৯ এপ্রিল দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

নিহত এবং দন্ডপ্রাপ্ত সকলের বাড়ি একই গ্রামে। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুই জন পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে ধানের জমি থেকে পূর্ব শক্রতার জেরে ধরে নিয়ে যায় আসামীরা। এরপর তাকে আটকে রেখে বিভিন্ন অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় এবং বুকে ও পেটে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত ২৯ এপ্রিল এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন