19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোকসানা বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৯ আগষ্ট) দুপুরে চিকিৎসকের অবহেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত রোকসানা উপজেলার মোশারফগঞ্জ এলাকার কৃষক রাসেল মিয়ার স্ত্রী।

ভোর ৬টায় রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ রোগী ভর্তির ৬ ঘন্টা পেরিয়ে গেলেও কোন চিকিৎসক সেবা দিতে আসেনি, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয় প্রসূতি রোকসানা বেগমের। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রোগীকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ তাহের বলেন, স্বাভাবিক প্রসবের জন্য রোগীকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তারা হাসপাতালে আসতে দেরি করে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা সঙ্কাটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে চিকিৎসকের অবহেলার বিষয়টি তদন্ত কমিটি করে দেখা হবে। যদি চিকিৎসকের অবহেলা থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন