16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

টাঙ্গাইলে ক্ষতি পোষাতে আগাম সবজি চাষ

চলতি বছরের বন্যা ও অতি বৃষ্টির কারণে টাঙ্গাইল জেলার সবজি চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি পোষাতে কৃষকরা এখন ব্যস্ত আগাম সবজি আবাদে। ফলে বাড়ছে জেলায় সবজি চাষের পরিধি। বাজারে চাহিদা থাকায় ভাল লাভের আশায় চাষীরা।  

সব ধরনের সবজি উৎপাদনের উর্বর জমি রয়েছে টাঙ্গাইলে। প্রতিবছরই জেলার পাহাড়ী অঞ্চল, চরাঞ্চল ও সমতলে প্রচুর শীতকালীন সবজি চাষ হয়। তবে চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে, নষ্ট হয়ে যায় বীজ ও চারা। যার বিরুপ প্রভাব পরে বাজারে।

তবে বর্ষা মৌসুম কেটে যাওয়ায়, ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা আবারো শীতকালীন সবজি চাষ শুরু করছেন। ফুল কপি, পাতা কপি, মূলা, টমেটো, শিম, লাউ আর বিভিন্ন ধরণের শাক চাষ করছেন তারা।

জমি তৈরী, চারা রোপন, আর সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

সবজীর ভালো ফলনের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

আবহাওয়া অনুকুলে থাকলে এবারও টাঙ্গাইলে সবজির বাম্পার ফলন হবে। বাজারে কাটবে সবজীর সংকট। একই সাথে দামও ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন