21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

‘দ্রব্যমূল্য সহনীয় থাকায় মানুষ মিছিল-মিটিং করছে না’

দ্রব্যমূল্য সহনীয় থাকায়, মানুষ মিছিল-মিটিং করছে না। মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। দুপুরে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় শেষে, এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।

কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছেই। নাভিঃশ্বাস উঠছে মানুষের। সরবরাহ ঠিক থাকলেও, দাম বাড়ে। এর পেছনে যে সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য দায়ী, তাও জানে সবাই। দেশজুড়ে অভিযান চালানো হয়। কিন্তু, পণ্যমূল্য থেকে যায় নাগালের বাইরেই।

সরকারও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত। দেখানো হচ্ছে বিশ্ব পরিস্থিতির দোহাইসহ নানান কারণ। এমন অবস্থায় দ্রব্যমূল্য পর্যালোচনা ও নিয়ন্ত্রণ নিয়ে সভা করলো কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী বললেন, দ্রব্যমূল্য পরিস্থিতি সহনশীল আছে। তাই, মানুষ রাস্তায় নামছে না।

বিভিন্ন পণ্যের দাম বেঁধে দেয় কৃষি মন্ত্রণালয়। তবে, তাদের এই যৌক্তিকমূল্যের সঙ্গে বাজারের মিল নেই। মন্ত্রী জানালেন এর কারণ। সাংবাদিকরা জানতে চান, বাজারের বর্তমান অবস্থায় সরকার সন্তুষ্ট কি না। এর উত্তর না দিয়ে, সংবাদ সম্মেলন শেষ করেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন