সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে ৩ জন নওগাঁর। তাদের মৃত্যুর খবরে স্তব্ধ পরিবারগুলো। পরিবারের দাবি দ্রুত মরদেহ ফিরিয়ে আনার।
নিজ উপার্জনের টাকায় নির্মাণ করছিলেন পাকা বাড়ি। কাজ শেষ হলে সামনের বছর দেশে ফিরে বিয়ে করার কথা ছিলো নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামের এনামুলের। কিন্তু সেই ইচ্ছেটা আর পুরণ হলো না তার।
ওই আগুনে স্বপ্ন পুড়ে ছাই, একই উপজেলার তেজনন্দি গ্রামের ফারুক হোসেন ও দিঘা স্কুলপাড়া গ্রামের শুকবর রহমানের পরিবারের।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারগুলোকে সরকারি সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসির।
মরদেহ ফিরিয়ে আনাসহ সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আগুনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।