18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক

মাফিয়া সরকার পালালোও এখনও জঞ্জাল আছে দেশে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়া পল্টনে দলটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, অন্তবর্তী সরকারের ব্যর্থ হওয়া যাবে না বলেও মত দেন তিনি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান।

মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সকাল থেকে এতে অংশ নিতে আসেন সারা দেশের নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় ভরে ওঠে পুরো এলাকা। সমাবেশ রুপ নেয় মহাসমাবেশে।

প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালী যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও এখনও নানা ষড়যন্ত্র চলছে।

অন্তবর্তী সরকারকে সংস্কার শেষে নির্বাচনের দিকে এগুতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান।

সরকার ও আমলাদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুরোপুরি না আসা পযর্ন্ত আন্দোলন চলবে।

এর আগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয় বেলা আড়াইটার দিকে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপির উপ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বেলা আড়াইটায় ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে।

এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে থাকেন। আর সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য দেখানোর জন্য সমাবেশ মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয় ডিজিটাল ডিসপ্লে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন