চট্টগ্রামের দক্ষিণ কাট্টলি ওয়ার্ড এলাকার ৬শ’ নিবন্ধিত জেলের মধ্যে, সরকারি চাল বিতরণ করা হয়েছে।
জেলেপাড়া হরিমন্দিরে এই কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকার সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিবছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ রাখে। তখন বেকার জেলেদের কথা চিন্তা করে সরকার চাল বিতরণ করে। ভবিষ্যতে এর পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।