19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেবেন সুধী সমাবেশে। এরপর দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা।

দীর্ঘ ১০ বছরে শেষ হলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সকল ধরণের নির্মাণকাজ। সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন তাদের কর্মীরা। এ উপলক্ষে এক বিদায় অনুষ্ঠান ও সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী।

৫ জুলাই পদ্মা সেতু কাজের পরিসমাপ্তি উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তার কাজ। সুধী সমাবেশের পূর্বে প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করে নেবে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী।

মাওয়া থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইদিনের ব্যক্তিগত সফরে বাবার সৃতিবিজড়িত জিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে সাজ সাজ রব।

শনিবার বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন