আর মাত্র কয়েকদিন পরই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ক্রিকেটাররা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। আশার খবর হল এবার এই অলরাউন্ডারকে সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি।
আজ বুধবার (৩১ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় সাকিবের পাকিস্তান সিরিজের খেলার তথ্য নিশ্চিত করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেও কদিন পরই মেজর লিগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। আগামী ২১ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে টাইগাররা।