সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অনলাইন সভা শেষে এ ঘোষণা দেন তারা। এদিকে দাবি আদায়ে আজও বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
গেলো ১ জুন থেকে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেয়ার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে দেশের ৪০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
একই দাবিতে বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। কথা বলেন, গতকাল সরকারের সাথে শিক্ষক প্রতিনিধিদের আলোচনা নিয়ে।
শিক্ষকরা অভিযোগ করেন, সরকারের ভিতর থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের প্রত্যায় স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। শাস্তি দাবি করলেন, বিভ্রান্তকারীদেরও।
এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।