বর্ষার আগেই উপকূলের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও মেরামত শেষ করা হবে। আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও জনসভায় তিনি এই আশ্বাস দেন। সরকার প্রধান বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই মানুষের মাঝে দাঁড়ানো সম্ভব হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে উপকুলীয় ১৫৯ উপজেলা। প্রাণহানি হয় ১৬ জনের। দেরি না করেই দুর্গত এলাকা পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা।
দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন পায়রা বন্দরসহ ক্ষতিগ্রস্ত এলাকা। পরে অংশ নেন মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠের জনসভায়।
ঘূর্ণিঘড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী।
জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে কয়েক হাজার বসত বাড়ি। কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় প্রায় হাজার কোটি টাকা। নষ্ট হয়েছে মৌসুমী ফসলের ক্ষেতও। সরকার প্রধান বলেন, কৃষকের জন্য ব্যবস্থা করা হবে সার ও বীজের।
শেখ হাসিনার প্রতিশ্রুতি বর্ষার আগেই শেষ হবে ক্ষতিগ্রস্ত বাধ নির্মানের কাজ।
বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতার কারনেই সময়মতো সবার পাশে দাড়ানো যায়। শোককে শক্তিতে পরিণত করেই আজ দেশের অবস্থা উন্নত। আশা দেন, সবসময় পাশে থাকার।