বাংলাদেশ বাজেভাবে হেরেছে প্রথম টেস্টে সিরিজ। ২০১ রানে জিতে উইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। এই ম্যাচে হেরে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের যাত্রা শুরু হলো। এরপর তিনি জানালেন দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয়।
অধিনায়ক মিরাজের অভিমত, দল বেশ ভালো বোলিংই করেছে। তিনি বলেন, ‘আমরা বেশ ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট পেয়েছে। আমি মনে করি তাদের বেশ ভালো কিছু জুটি হয়েছে। বিশেষ করে তাদের ৭ উইকেট চলে যাওয়ার পর তারা ১৪০ রানের জুটি গড়েছে। আমার মনে হয় এটাই আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে।’
ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ
দুই ইনিংসেই ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পর থেকে এই ধারাটা বদলায়নি। তবে অধিনায়ক মিরাজ অত বড় পরিসরে ভাবছেন না, তিনি বড় করে দেখলেন সদ্যসমাপ্ত ম্যাচে দলের ভুলগুলোকে।
তিনি বলেন, ‘ইতিবাচক অনেক কিছু আছে। তবে আমরা এই ম্যাচে ভালো ব্যাট করিনি। আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ম্যাচে হেরে এখন সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা জেগেছে বাংলাদেশ শিবিরে। এই সিরিজে হোয়াইটওয়াশ হলে টানা তিনবার হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বাংলাদেশ।
এ থেকে রক্ষা পেতে সিরিজে ফিরে আসতে হবে। মিরাজ জানালেন, সেটাই করতে চায় তার দল। তিনি বলেন, ‘আমরা বেশ শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই। এটা একটা ভালো সুযোগ। আমরা জানি আমরা এই ম্যাচে কী ভুল করেছি। আমরা আরও উন্নতি করতে চাই। আমরা নিজেদের মধ্যে আলাপ করব। এরপর দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে চাই।’
আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটা মাঠে গড়াবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে।