27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
spot_imgspot_img

বাজেটে বরাদ্দ বেড়েছে শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ-কৃষিখাতে

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও বাড়তি বরাদ্দ পাচ্ছে । জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রয়েছে বিশেষ বরাদ্দের প্রস্তাব। অন্যদিকে, বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো খাতে।

বাজেটে শিক্ষাখাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের জন্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। যা চলমান অর্থবছরে ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা এই অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগেও ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।

বাজেট প্রস্তাবে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাতও। স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের জন্য ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। চলমান অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা।

বরাদ্দ বেড়েছে কৃষি, মৎস ও প্রাণিসম্পদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায়। আসছে অর্থবছরে এসব খাতে ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতেও। এই খাতে বরাদ্দ প্রস্তাব ১ লক্ষ্য ৩৬ হাজার ২৬ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ১ লক্ষ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দও বেড়েছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ২২২ কোটি টাকা। যা এই অর্থবছরে ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

এবার বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে। এই খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা। চলমান এই বরাদ্দ ছিল ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা।

কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দও। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার ৩১৭ কোটি টাকা। এবার যা ছিল ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা।

বরাদ্দ কমার প্রস্তাব যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও। বাজেটে এ খাতে প্রস্তাব করা হয়েছে, ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৮৫ হাজার ১৯১ কোটি টাকা।

এছাড়া জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলায় ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন