রাজধানীতে সকালে একদফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশও মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটলেও রোদ ওঠেনি। আবহাওয়া অফিসবলছে, এমন পরিস্থিতি সারা দেশেই কমবেশি থাকবে। পাশাপাশি বাড়বে বৃষ্টির প্রবণতা। একটি লঘুচাপও তৈরি হতে পারে।
কয়েকদিনের গরমে নাভিশ্বাস জনজীবনে। এপ্রিলের তীব্র তাপপ্রবাহের তুলনায় চলমান মাঝারি ও মৃদু তাপপ্রবাহ কিছুটা সহনীয় হলেও আদ্রতায় অস্বাস্তি বেড়েছে। এর মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে সকালের মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি।
আবহাওয়া অফিস বলছে ঢাকা,বরিশাল চট্রগ্রাম,সিলেট সহ সারাদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যা চলবে আরো ৩ থেকে ৪ দিন।
২৩ মে পর্যন্ত তাপমাত্রা অনেকটা ই স্বাভাবিক থাকবে। এরপর মৃদু ও মাঝারি তাপপ্রবাহ হলেও এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা খুব একটা নেই।
২০ তারিখের পরবর্তী সময় সাগরে লৌহ চাপ সৃষ্টি হতে পারে।তবে লৌহ চাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেয়ার আগে গতিপথ নির্নয় সম্ভব নয় বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।