সম্পত্তি ক্রোকের নির্দেশের পর বান্দরবানে সাবেক আইজিপি বেনজীরের খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩০টি গরু। এগুলোর বাজার মূল্য কোটি টাকা বলে জানা গেছে।
গতকাল সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজীরের খামারবাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, দুটি ট্রাকে করে খামারে থাকা ৩০টিরও বেশি গরু অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। বান্দরবানে বেনজীর আহমেদের সম্পত্তি দুদক সম্প্রতি প্রশাসনকে চিঠি দেয়। এরপরই তার সহযোগী মং ওয়াইচিং মারমা খামারবাড়ির থেকে গরুগুলো সরিয়ে নেন।