উপজেলায় ব্যালট যুদ্ধে না থাকলেও ভোট বর্জন যুদ্ধে নেমেছে বিএনপি। নির্বাচন প্রতিহত করতে কাল থেকে শুরু হচ্ছে দলটির প্রচারণা। নেতারা বলছেন, গনতন্ত্রে বিশ্বাসী মানুষ ভোট বর্জন করে বিএনপির পক্ষেই থাকবে।
মোট চার ধাপে এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার প্রথম ধাপের ১৪০টি উপজেলার নির্বাচন আগামীকাল।
তবে এবারের উপজেলা নির্বাচনের পটভুমি একটু ভিন্ন। দলীয় প্রতিক না থাকলেও আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোট নিয়ে বেশ সরব। অন্যদিকে বিএনপি ভোট বর্জন করলেও স্থানীয় এ সরকার নির্বাচনে ভোটে অংশ নিয়ে দলটির প্রায় ১৫০জন বহিস্কার হয়েছেন। আবার অনেকে নির্বাচনের কাজেও নানা ভাবেই জড়িত।
প্রথম ধাপের ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন অবস্থায় বিএনপির ভোট বর্জন বা ভোট প্রতিহত করার আন্দোলন কতটা সফল হবে? তবে রাজধানী সহ সারাদেশে ভোট কে না বলার জন্য জনগনকে উদ্বুব্ধ করতে নানান কর্মসুচি পালন করছে বিএনপি। সাধারন মানুষকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন নেতারা।
দলটির সিনিয়র নেতারা বলছেন, জনগনের ভোট বর্জনের মাধ্যমেই এ নির্বাচনও প্রতিহত করা হবে।
তবে স্থানীয় নির্বাচন হওয়ায় যেখানে বিএনপির নেতারা যখন কোন না কোন ভাবে জড়িত হয়ে পড়ছে তখন বিএনপির ভোট বর্জনের আন্দোলন কতটা সফল হবে তাই এখন দেখার বিষয়।