দলীয় প্রধান খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
দীর্ঘ ছয় মাস পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচির আয়োজন করা হয়েছে। এতে মহানগর নেতাদের পাশাপাশি দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।
সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল করবে দলটি। গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর, ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এটিই প্রথম সমাবেশ।