27 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
spot_imgspot_img

ঈদে নুসরাত ফারিয়ার ৮ সিনেমা

ঢাকাই চলচ্চিত্র ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানিয়েছে, ‘‘এবার ঈদে আমার অভিনীত ৮টি
সিনেমা টেলিভিশনে দেখানো হবে। আগামীতে ভারতের কলকাতায় রকষ্টার এবং বাংলাদেশে ফুটবল ৭১ আমার অভিনীতে দুটি সিনেমা রিলিজ হবে। এছাড়া দুটি সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে। সেগুলোতে ঈদের পরে শুটিং করা হবে। ছোট সময় আমি দেখতাম শাবনুর, মৌসুমী, সালমান শাহকে নিয়ে ঈদে টানা ৬-৭ দিন ছবি দেখাতো হতো। আমিও এই ক্যাটাগরিতে পড়েছি, এতে আমার অনেক ভালো লাগছে।’

পবিত্র ঈদুল ফিতরে এখন পর্যন্ত ১১টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে—‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর, ‘দেয়ালের দেশ’, ‘ডেড বডি’, ‘চক্কর’, ‘পুলসিরাত’, ‘মোনা: জ্বীন ২’, ‘আহারে জীবন’, ‘মায়া: দ্য লাস্ট লাভ’ ও ‘এশা মার্ডার’।

টাঙ্গাইলে অথেনটিক রিটেইল কসমেটিক শপ ’হারল্যান স্টোর’ থেকে কসমেটিকস কিনে এডভোকেট মির্জা আশা নামের এক নারী লাখ টাকা বিজয়ী হন। ৩ এপ্রিল দুপুরে বিজয়ী মির্জা আশাকে পুরষ্কারের টাকা বিতরণ করেন নুসরাত ফারিয়া। এসময় চিত্র নায়ক ইমনসহ ’হারল্যান স্টোর’ এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন