27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
spot_imgspot_img

বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকারের পরিকল্পনা আর গোপন নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকারের পরিকল্পনা আর গোপন নেই। রাজনীতি থেকে দূরে রাখার জন্যই মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক দেশগুলোর রিপোর্ট বিএনপি দেড় যুগ ধরে যা বলে আসছে তাই প্রমাণ করেছে। সীমান্তে প্রতিনিয়ত ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, ‘‘প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হচ্ছে। সোমবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের ভূমিকার বিরুদ্ধে টু শব্দও করতে পারেনি।’’ 

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন