টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবস্থাপনায় সন্তুষ্ট নন খেলোয়াড়রা। আইসিসির কাছে লিখিত দিয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রতি ম্যাচেই আলাদা ভেন্যু, মাঠ থেকে হোটেলের দূরত্ব, যাতায়াতের দুর্ভোগসহ নানান অভিযোগ তাদের।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। যেগুলো অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন ভেন্যুতে। শ্রীলঙ্কার যে চারটি ম্যাচ, সেগুলোর সবই আলাদা ভেন্যুতে। তবে অনেক দলের গ্রুপ পর্বের চার ম্যাচ দুই ভেন্যুতে।
শ্রীলঙ্কার প্রতিটি ম্যাচই আলাদা মাঠে। এক ম্যাচ শেষে হতেই উড়াল দিতে হচ্ছে, অন্য শহরে। বিমানবন্দরেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এমন অব্যবস্থাপনা নিয়েই আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে শ্রীলঙ্কা।
লঙ্কান স্পিনার মাহিশ থিকসানার অভিযোগ, বিশ্বকাপে সুবিধা নিচ্ছে অন্য একটি দল। নাম প্রকাশ না করলেও, এই দলটা যে ভারত, সেটি স্পষ্ট। কেননা তাদের চার ম্যাচের তিনটিই একটি ভেন্যুতে। এমন সূচি নেই বেশিরভাগ দলের।
মাঠ দূরে থাকায় একটি প্র্যাকটিস সেশনও বাদ দিয়েছে শ্রীলঙ্কা। হোটেল থেকে মাঠে যেতেই লাগে পাক্কা ১ ঘণ্টা ৪০ মিনিট।