21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

বিশ্বকাপে নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে বিসিবির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই মাস পরই বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। এ ছাড়াও দেশের স্বাভাবিক নিরাপত্তা নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে।

এর আগে আন্দোলন চলাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যাবেক্ষণ করছে বলে জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি।

আর আইসিসিকে জানানো আগে সেটি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই নিশ্চিত করতে চায় বিসিবি। সে উদ্দেশ্যে সেনাপ্রধানের কাছে চিঠি দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

এ নিয়ে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠু বলেছেন, ‘আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমাদের খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন