আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা হতে যাচ্ছে বুধবার (২১ আগস্ট)। এ সভায় ভার্চুয়ালি যোগ দেবেন আত্মগোপনে থাকা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) জরুরি বোর্ড সভার তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
বিসিবি পুনর্গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে গা ঢাকা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালক।এর মধ্যে গতকাল পদত্যাগ করেন জালাল ইউনুস।
এ অবস্থায় বুধবার ডাকা হয়েছে বিসিবির বোর্ডসভা। তবে সেটি মিরপুরে তাদের কার্যালয়ে নয়, হবে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে। এতেই নির্ধারিত হতে পারে বিসিবির ভবিষ্যৎ।