19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ভদন্ত আনন্দমিত্র মহাথের প্রয়াণোত্তর সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

ভদন্ত আনন্দমিত্র মহাথের ছিলেন সমাজ সদ্ধর্মের নিবেদিতপ্রাণ সর্বজনপূজ্য ও আবাল্য ব্রহ্মচারী। তার মৃত্যু পরবর্তী সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।

রাউজান উপজেলার মৈত্রী বিহার প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পূর্বগুজরা মৈত্রী বিহারের দায়ক-দায়িকাবৃন্দের ব্যবস্থাপনায় এর আয়োজন হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুক মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্ম রশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সহ-উপসংঘনায়ক শাসনস্তম্ভ ভদন্ত জীবনানন্দ মহাথের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন