মাদারীপুরেও সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ভয়ভীতি দেখিয়ে কয়েকশ বিঘা জমি নামমাত্র মূল্যে কিনেছেন নিজের স্ত্রীর নামে। যা ফৌজদারী অপরাধ বলে মনে করেন আইনজীবীরা।
গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। এখানকার অধিকাংশ অধিবাসী কৃষিজীবী। অবসরে যাওয়ার আগে সাবেক আইজিপি বেনজির তার স্ত্রী জীশান মীর্জার নামে এখানে কিনেছেন ২৭৬ বিঘা জমি।
এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশের সাবেক এই মহাপরিদর্শক মাত্র দুই বছরে এসব জমি বাগিয়ে নিয়েছেন। আইজিপি থাকা অবস্থায় ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন সময়ে, মোট ১১৩টি দলিলে এসব জমি কেনেন তিনি। যার বেশিরভাগই নামমাত্র দামে।
জোরপূর্বক ও কমদামে জমি কিনে বেনজির ফৌজদারি অপরাধ করেছেন। বলছেন আইনজীবীরা।
মাদারীপুরে ১১৩টি দলিলের মাধ্যমে ক্রয়কৃত বেনজিরের স্ত্রীর সম্পত্তি আপাতত হস্তান্তরের সুযোগ নেই বলে জানালেন, রাজৈর উপজেলা সাব রেজিষ্ট্রার।
জমি কেনার কাজে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। যে এলাকায় পুলিশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।