19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

মাদারীপুরে ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় ২০০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় মাদারীপুরে রাতের আঁধারে একটি বাগানের বিভিন্ন প্রজাতির ২০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ এপ্রিল সকালে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেলিম বেপারী নামে বাগান মালিকদের একজন। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তাল্লুক গ্রামের একটি খেলার মাঠের পাশে পৈত্রিক জমিতে সেলিম বেপারী ও পরিবারের লোকজন মিলে ৪০ শতাংশ জমিতে কয়েক বছর আগে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করেন। চারা গাছ ভেঙে যাওয়ার ভয়ে মাঠে ক্রিকেট খেলতে থাকা লোকজনকে ‘একটু সরে গিয়ে’ খেলতে বলায় ১০ এপ্রিল রাতে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে অজ্ঞাতরা।

সালিশদাররা এ ঘটনার মীমাংসা করে দেওয়ার কথা বলে কয়েক সপ্তাহ ঘুরিয়েও কোনো সুরাহা করেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, গাছ কাটার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন