24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

মালিতে রাজনৈতিক খবর প্রচার নিষিদ্ধ করেছে সেনাবাহিনী

রাজনৈতিক দল এবং সংগঠনের কোন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন না করতে সব ধরনের গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে মালির সামরিক সরকার। এ নিষেধাজ্ঞার মধ্যে টেলিভিশন, রেডিও, অনলাইন এবং ছাপা পত্রিকা রয়েছে। ১১ এপ্রিল মালির যোগাযোগ সংক্রান্ত উচ্চ পর্যায় থেকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর একদিন আগে সব ধরনের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়।  

২০২০ সাল থেকে ২ দফা সামরিক অভ্যত্থান হয়েছে মালিতে। এর প্রভাবে অস্থিরতা ছড়িয়ে পড়েছে পশ্চিম এবং মধ্য আফ্রিকায়। এর সঙ্গে ২০১২ সাল থেকে দেশটিতে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেট-আইএসের অপতৎপরতাও রয়েছে।

২০২১ সালের অভ্যত্থানের পর থেকে ক্ষমতায় আছেন কর্নেল অ্যাসসিমি গইতা। ২০২৪ সালের শুরুতে দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার প্রতিশ্রুতি থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে গত বছরের সেপ্টেম্বরে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে সামরিক সরকার। অপতৎপরতা দমনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করছে সেনাবাহিনী।

রাজনৈতিক কর্মকাণ্ড এবং মুক্তবুদ্ধিচর্চার ওপর নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন