19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

রাজনীতির কারণেই কি ক্যারিয়ার শেষ সাকিবের?

রাজনীতিতে আসলে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। সেজন্য সাকিবকে রাজনীতিতে আসতে নিষেধ করেছিলেন তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু সাকিব তার কথা শোনেননি। অবশেষ সেই কোচের কথাই সত্যি হলো। রাজনীতির কারণেই এখন ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে সাকিবের। এমন কি কখনো দেশে আসতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সাকিব আজ বড় তারকা, বড় স্টার। বিশ্ব তাকে চেয়ে এক নামে। কিন্তু এই সাকিব থেকে ক্রিকেটার সাকিব হয়ে ওঠার পেছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সালাউদ্দিন।

যেই কোচ হাতে কলমে ধরে ক্রিকেটা শিখিয়েছেন। ছোট্ট সাকিব বড় হয়ে যাওয়ার পর শোনেননি তার শৈশব গুরুর কথা। সাকিব যখন নির্বাচনে আসবেন ঠিক তার আগ মুহুর্ত্বে তার কোচ বলে দেন, রাজনীতিতে আসা যাবে না, অন্তত খেলা চলাকালীন সময়।

কিন্তু সাকিব শোনেননি গুরুর নির্দেশ। কেন তাকে রাজনীতিতে আসতে হবে সেই উত্তরটাও খুঁজে পান না সালাউদ্দিন। সাকিবের হঠাৎ অবসরে হৃদয় ভেঙ্গে গেছে তার কোচের।

রাজনীতির কারণেই এখন ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে সাকিবের। এমন কি কখনো দেশে আসতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন । যেটা কখনো কাম্য ছিলনা তার কোচের।

রাজনীতিতে নাম লিখিয়ে নিজের বিপদ সাকিব নিজেই ডেকেছেন সাকিব। বিসিবির কাছে নিরাপত্তা চাইলেও তার নিশ্চয়তা সাকিবকে দিতে পারেনি বোর্ড। এই রাজনীতিই গলার কাটা হয়ে দাড়াচ্ছে সাকিবের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন