কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
দমকল কর্মীরা জানিয়েছেন, উখিয়ার ১৩নং ক্যাম্পে দুপুর ১টার দিকে আগুন লাগে। দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি। প্রাথমিকভাবে জানা গেছে আগুনে ২ শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় ৩ শতাধিক ঘরসহ নানা স্থাপনা।