স্বাভাবিকের চেয়ে এক হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে বলে ক্ষোভ ঝেড়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে রাজধানীর স্কুলগুলো বাস সার্ভিসের আওতায় না এলে, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন উত্তর সিটির মেয়র।
যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যা হলেও যে কটি কারণ ভোগান্তির মাত্রা বাড়ায় তার মধ্যে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ শুরু বা ছুটির সময়ে নাভিশ্বাস অবস্থায় পড়েন সাধারণ মানুষ। অসহায় হয়ে পড়ে ট্রাফিক বিভাগও।
স্কুল কেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যার আওতায় সেবা পাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রাজধানীর যানজটের অন্যতম কারণ।
রাজধানীর প্রতিটি স্কুলে দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালুর আহ্বান জানান মেয়র।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস সার্ভিসে থাকছে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ও আইপি ক্যামেরা।