কানাডার নাগরিক এবং সেখানে বসবাসরত শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ।
গ্রেপ্তার ওই তরুণের নাম আমানদীপ সিং। শনিবার কানাডার টরন্টো শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে আরসিএমপির ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম জানিয়েছে, গ্রেপ্তার আমানদীপের বিরুদ্ধে সরাসরি হত্যা ও হত্যার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।