21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

শেয়ারবাজারে কারেকশন: দর বৃদ্ধিতে ওরিয়নের দাপট

টানা দুই কার্যদিবস উত্থানের পর বুধবার কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে দেশের শেয়ারবাজার। দীর্ঘদিন তলানিতে পড়ে থাকা শেয়ারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর মধ্যে ওরিয়ন গ্রুপের ৩ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি অন্যতম।

প্রাপ্ত তথ্য মতে, ওরিয়ন গ্রুপের ৩ কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ার দর টানা ৭ কার্যদিবস ধরে বাড়ছে। ২৮ অক্টোবর, ৩১.১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে কোম্পানির সর্বশেষ দর দাঁড়িয়েছে ৪৫.৮০ টাকা। গ্রুপের অন্য কোম্পানি কোহিনুর কেমিক্যালের শেয়ার দর এ কয়েকদিনে ৪৮১.১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৫৫.৭০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি ছিলো চোখে পড়ার মতো। ২১৯.৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বুধবার কোম্পানিটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ৩২৪.৯০ টাকা।   

আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার: কমছে লোকসান, বাড়ছে প্রত্যাশা

জানা যায়, আজ ৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ২৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৬৯২ টি শেয়ার ২ লাখ ৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ২০ লাখ ২২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৩৬৫.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯১.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৬৭.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৪ টির, কমে ৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৭৬.১৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ ২ হাজার ৪২৭ টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ২৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৯ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৮ কোটি ৫০ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৮৭৯.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২১ লাখ ২৭ হাজার ৯৭১ টাকা।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন