ইংলিশ প্রিমিয়ার লিগের দুই টপ ফেভারিট ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের প্রায় শেষ মিনিট পর্যন্ত আর্সেনাল এগিয়ে থাকলেও ম্যানসিটির জন স্টোনসের শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) ম্যানসিটির হোম গ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনাল ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক দৃঢ়তা দেখাতে থাকে বিশেষ করে প্রথমার্ধে লিয়ান্দ্রো ট্রসার্ডের লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়ার পর।
চরম উত্তেজনায় ভরা ম্যাচটিতে এদিন ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হলান্ড গোল করে শুরুতে দলকে এগিয়ে নেন। তবে এর কিছুক্ষণ পরই গোল করে ম্যাচে ফিরে আর্সেনাল।আর্সেনালের নতুন সাইনিং রিকার্ডো কালাফিওরি একটি দারুণ শটে সিটির গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে সমতা ফেরান।
প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে গ্যাব্রিয়েল হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার সময়ই আর্সেনাল ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
তবে বিরতির আগে সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে, যখন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড বল দূরে সরিয়ে দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
বিরতির পর, ম্যানচেস্টার সিটি আর্সেনালের উপর প্রবল চাপ সৃষ্টি করে। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সিটি আর্সেনালের রক্ষণ ভাঙার চেষ্টা চালিয়ে যায়। তবে আর্সেনালের রক্ষণভাগ এবং গোলরক্ষক ডেভিড রায়ার অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন।
কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের এক কর্নারে জন স্টোনস গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসেন। আর্সেনাল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়বঞ্চিত হয়।
এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখে।