21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

শেষ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুনভাবে ঘুরে দাড়ায় বাংলাদেশ। এ ম্যাচে ৬৮ রানের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অধিনাযক নাজমুল হোসেন শান্ত। কিন্তু আজ তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল টাইগাররা। চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না শান্ত।

শারজাতে আজ সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত না থাকায় তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এরআগে গত শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ‘বড়’ সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন শান্ত। সে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। পরে আর ফিল্ডিংও করেননি তিনি, উঠে যান মাঠ থেকে।

এরপর গতকাল দুবাইতে এমআরআই করানো হয়। দেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, শান্তর চোটটা গুরুতর। পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বাংলাদেশ অধিনায়কের। তাই তাকে ছাড়াই আজকের ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন