শুরু হয়েছে শোকাবহ আগস্ট। মাসটির প্রথম দিনে শোক মিছিল ও আলোচনাসভাসহ নানা আয়োজন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
বরিশালে অশ্বিনী কুমার হলে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন মেয়র খোকন। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা জানানো হয়।
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলকসভা করা হয়।
সিলেটে শোকের র্যালি বের করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শেরপুরে আগস্টের প্রথম প্রহরে মোমের আলো জ্বেলে মাসব্যাপী কর্মসূচি শুরু করেন জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।