বলিউডের কিংবদন্তি সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক সম্প্রতি বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এ খবর। সেই সঙ্গে রোগ থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
পোস্টে অলকা লিখেছেন, ‘অনেকদিন ধরেই আমি মিডিয়া থেকে আড়ালে আছি। তাই আনুষ্ঠানিকভাবে আমার ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্খীদের আমি জানাচ্ছি। কিছুদিন আগে, আমি একটি ফ্লাইট থেকে নামছিলাম, হঠাৎ অনুভব করলাম, আমি কিছুই শুনতে পাচ্ছি না। এরপর কয়েক সপ্তাহ পার হয়ে গেছে। তাই সবাইকে জানাতে চাই কেন মিডিয়া থেকে দূরে আছি আমি। এর কারণ হচ্ছে আমি বিরল এক রোগের সঙ্গে যুদ্ধ করছি। এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি কমছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন আবারও সুস্থ হয়ে উঠি।’
অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন শিল্পীরাও।
ইলা অরুণ লিখেছেন, এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তমা অলকা, আমি তোমার ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক।
সোনু নিগম লিখেছেন, আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।