19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া

শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়াকে। ভারত ও ইংল্যান্ড সিরিজে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। জয়াসুরিয়া গত মাসে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন।

বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে প্রধান কোচের পদ ছেড়েছেন ক্রিস সিলভারউড। ইংলিশ কোচের পর পদত্যাগ করেছেন আরেক পরামর্শক মাহেলা জয়াবর্ধনে।

দুজনের বিদায়ের পর তাই নতুন কোচ খুঁজছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের আগে আজ অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করেছে এসএলসি। যার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি ব্যাটার সনাৎ জয়াসুরিয়াকে। ঘরের মাঠে ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে তার অধীনেই খেলবেন কুশল মেন্ডিজ-ওয়ানিন্দু হাসারাঙ্গারা।

গত ডিসেম্বর থেকেই শ্রীলঙ্কা দলের কোচিং প্যানেলে যুক্ত আছেন জয়াসুরিয়া। পরামর্শক হিসেবে দলের সঙ্গে এক বছরের ‍চুক্তি করেন তিনি। এবার আরও বড় দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও ওপেনার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন