পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী, সন্তানসহ পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এর আগে গত ৩০ জুন মতিউর ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআরসহ বিভিন্ন দপ্তারে চিঠি দিয়েছে দুদক। নোটিশে সম্পদের হিসাব জমা দিতে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। বিকালে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। নোটিশে বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে।