গত দুইদিন ধরে আবারও বিক্ষোভে পোশাক খাতের শ্রমিকরা। আজও টঙ্গী-আশুলিয়া ও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। গাজীপুর-আশুলিয়ায় বন্ধ অন্তত ৬৫ কারখানা।
নূন্যতম মজুরি বাড়ানোসহ নানান দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ফের বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। সকালে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। উপজেলার নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নতুন নতুন দাবি তুলে পরিবেশ নষ্ট করছে। অন্য শ্রমিকদের কাজ করতেও বাধা দিচ্ছে তারা।
সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সকাল থেকেই দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় যানচলাচল। পরে কারখানাগুলোর সামনে যৌথবাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায়, পরিস্থিতি শান্ত হয়।
এছাড়া গাজীপুরের টঙ্গী ও বাঘের বাজার এলাকায়ও শ্রমিক অসন্তোষ চলছে। সকালে ১২ দফা দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। বন্ধ করে দেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ৮টি দাবি মেনে নিলেও, বাকী চারটি দাবির পক্ষে অবরোধ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে।
শ্রমিক অসন্তোষ চলছে টঙ্গীতেও। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে খাঁ পাড়া এলাকার সিজন ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করেছেন।