দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি পাম্পগুলোতেও। চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও, মিলছে না গ্যাস। বেকায়দায় পড়েছেন চালকরা। এদিকে, পাম্পে গাড়ির দীর্ঘ সারি থাকায়, সড়কে বাড়ছে যানজট।
রাজধানীর বাড্ডা থেকে একের পর এক সিএনজি পাম্প ঘুরে কোথাও গ্যাস না পেয়ে, শেষমেষ খিলক্ষেতে চলে এসেছেন এই ব্যক্তি। দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে অবশেষে পেলেন গ্যাস। তবে চাপ না থাকায়, খুব সামান্য গ্যাস নিয়েই চলে যেতে হচ্ছে।
এই সিএনজি চালকের মতো অবস্থা সবারই। ভুক্তভোগীরা বলছেন, গ্যাস নিতেই ব্যয় হয় দিনের অধিকাংশ সময়।
বেশি অসুবিধায় পড়েছেন ভাড়ায় চালানো গাড়ির চালকরা। জমার টাকা ওঠাতেই হিমশিম অবস্থা তাদের।
সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে সংকট আরও তীব্র হয়েছে।
এদিকে, গ্যাসের অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ সারির কারণে, রাজধানীর সড়কে বেড়েছে যানজট।