বিশ্বকাপে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচেই জয় পেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে, ম্যাচসেরা অ্যাডাম জাম্পাদের বোলিং তোপে পড়ে নামিবিয়া। গুটিয়ে যায় মাত্র ৭২ রানে। জবাবে, ৫ দশমিক ৪ বলেই জয় তুলে নেয় অজিরা। এদিকে, বৃষ্টিতে পরিত্যক্ত নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ। এতে কপাল পুড়েছে লঙ্কানদের। তাদের সুপার এইটে ওঠার আশা, এখন প্রায় শেষ।