আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো এই ট্রফি জিতল ক্লাবটি।
চলতি বছরে এটি তাদের চতুর্থ শিরোপা। ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধের ডেডলক ভাঙেন ফেডে ভালভার্দে। নতুন ক্লাবে অভিষেক ম্যাচে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। বাকি সময়ে আর গোল না হওয়ায়, শিরোপা উল্লাসে মাতে কার্লো আনচেলত্তির শিষ্যরা।