19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

সোমবার বসছে সুপ্রিম কোর্ট

সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির শপথ নিয়েছেন। আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নিয়েই সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আসেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ৮ বেঞ্চ গঠন করেন। এর পরপরই তিনি সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরুর সিদ্ধান্ত দেন। সিদ্ধান্তের আলোকে আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে বিচারকাজ শুরু করা হবে।

আজ বিকেলে এসব তথ্য জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকে আন্দোলনের কেন্দ্র হতে থাকে সুপ্রিম কোর্ট।

গতকাল শনিবার (১০ আগস্ট) বন্ধের দিনে আন্দোলনের মুখে পরে বিদায় নিতে বাধ্য হন প্রধান বিচারপতি। এতে প্রায় সাত দিন বন্ধ থাকে আদালতের কার্যক্রম। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিয়োগ পাওয়ার পর তিনি আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরুর সিদ্ধান্ত দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন