হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ইনাতগঞ্জ পূর্ব বাজারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কয়েকদিনের মাথায় খুন হওয়া সৌদি আরব প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান (২৩) হত্যা মামলার প্রধান আসামী দিদার আলী ওরফে নুরকাছসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী ওরফে নুরকাছ (২৭), মফিজ উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (২১) এবং মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে র্যাব-৯ ও র্যাব-১৪-এর যৌথ অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুন্সিরহার এলাকায়। অভিযানে মোজাহিদুল ইসলাম সোহান (২৩) হত্যা মামলার প্রধান আসামী দিদার আলী ওরফে নুরকাছসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সাপ্তাহে সৌদি আরব থেকে দেশে আসেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোজাহিদুল ইসলাম সোহান । কিছুদিন পর করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে আইএলটিএস পরীক্ষায় উর্ত্তীণ হওয়া এক কনেকে বিয়ে করেন সোহান ।
স্বপ্ন ছিল স্ত্রী সহকারে যাবেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী ওরফে নুরকাছ ও তার সহযোগীদের সাথে বাকবিতণ্ডা হয় সোহানের।
পরে সোহানের উপর হামলা চালায় দিদার আলী ও তার সহযোগীরা। একপর্যায়ে মারামারি থেকে বাঁচতে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সোহান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইনাতগঞ্জ পূর্ব বাজারের গলিতে সোহানকে ফেলে প্রকাশ্যে নুরকাছ ও তার সহযোগিরা ছুরিকাঘাত করে সোহানকে উপর্যপুরি জখম করে। এসময় সোহানকে বাঁচাতে মোসাদ্দেক ও শহীদুল্লা এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয় ।
গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় সোহানের চলে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এঘটনায় খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। সোহান হত্যার ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
আরও হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার