19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের খবরে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থায় রয়েছে দেশের শেয়ারবাজার। দিনের পর দিন শেয়ার বাজারের অতিরিক্ত দরপতনে দিশেহারা হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনিয়ম ও দুর্নীতি বন্ধের কাজকে বেশি প্রাধান্য দেওয়ায় মার্কেট উন্নয়নের কথা রয়েছে আড়ালে। যে কারণে নিয়ন্ত্রক সংস্থার ওপর এক ধরণের ব্যর্থতার অভিযোগও উঠেছে।

তবে দেরিতে হলেও বিএসইসি বুঝতে পেরেছে যে, সার্বিক দিক বিবেচনায় এবার বাজার উন্নয়নে একক কোন সিদ্ধান্ত নয় বরং স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে শেয়ারবাজারকে গতিশীল করতে হবে। সে কারণে আগামী ১ অক্টোবর শীর্ষ সিকিউরিটিজ হাউজসহ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে মিলিত হবে নিয়ন্ত্রক সংস্থা। বৈঠকে সামনে পুঁজিবাজারকে কিভাবে গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই বৈঠকের খবরে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী আচরণ করেছে শেয়ারবাজার।

জানা যায়, আজ ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৫৮.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৬২.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬ হাজার ৪৭২ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৩০৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৯ শতাংশ বা ৯৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬১.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৬৪.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭২ টির, কমে ২৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.১৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৫১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৭১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩০ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৯ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ২৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৭৬৫.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৬৪২ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন