অক্টোবরের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে, পরে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা আরও বলেন, বিমানবন্দর এলাকার জমিতে অবৈধভাবে বসবাসরতদের এবং সচেতন মহলকে চলমান উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে পৌঁছে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনালের অগ্রগতি ঘুরে দেখেন।
পড়ুন: নিউজ করায় সাংবাদিকদের হুমকি দিচ্ছেন শোকজকৃত শিক্ষক নাফসি তালুকদার
দেখুন: গাজার পথে ৬০ হাজার সেনা, ৪০ হাজার নিয়ে প্রস্তুত মিসরীয় সেনাদল! |
ইম/


