১৫/০১/২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অটোরিকশা চালুর দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা, ভোগান্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুনরায় ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (৫৪তম ব্যাচ) ভর্তি হতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভর্তি কার্যক্রমে অংশ নিতে তারা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে না পারায় অনেকে অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন। শিক্ষার্থীদের একদফা দাবি— ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা পুনরায় চালুর অনুমতি দিতে হবে।

এতে ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়। জানা গেছে, আজই ৫৪তম ব্যাচের ভর্তির শেষ দিন। ফলে যারা আজ কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল, তারা আটকে পড়েছেন।

ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে ভর্তি শেষ করতে হবে। কিন্তু আমরা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতেই পারছি না। এতে আমাদের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।’

রাজশাহী থেকে আসা এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেয়েকে ভর্তি করাতে এসেছি। সকালে এসে দেখি ভবনের দরজা বন্ধ। আন্দোলনের কারণে আমরা ভেতরে ঢুকতে পারছি না। আজ ভর্তির শেষ দিন, এই অবস্থায় আমরা খুব চিন্তায় পড়ে গেছি।’

অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থী আরিয়ান কবির বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। উপাচার্য স্যার যদি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে সত্যিই চিন্তিত হতেন, তাহলে এতক্ষণে এসে আমাদের সঙ্গে কথা বলতেন। তার উপস্থিতি ও সদিচ্ছাই এই সংকট সমাধানে যথেষ্ট ছিল। কিন্তু তিনি আসছেন না। আজ ভর্তি কার্যক্রম অনিশ্চিত হওয়ার সম্পূর্ণ দায়ভার প্রশাসনের।’

উল্লেখ্য, বিগত বছরের ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা হয়।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

দেখুন: বিতর্কিত কর্মকান্ডে শিক্ষকদের সম্মান কমছে: রাষ্ট্রপতি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন