18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

অতিরিক্ত ভাঙন, ঝুঁকিতে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়াম

সাম্প্রতিক সময়ে সাগর উত্তাল হয়ে ওঠায় তীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান। ফলে হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় স্থাপনা। দ্রুত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি স্থানীয়দের।

গেলো বেশ কদিন ধরে টানা বৃষ্টিপাত, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের তীব্রতা বেড়েছে কয়েকগুন। যা স্বজোরে আঘাত করছে জিও ব্যাগে। এসব জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি ঝাউবাগানে গিয়ে পড়ছে।

ফলে মাটি নরম হয়ে একে একে নুইয়ে পড়ে ভেঙে যাচ্ছে ঝাউগাছগুলো। যার কারণে এখন হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় স্থাপনা।

দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ ক্ষতির সম্মুখিত হতে পারে বলে জানান স্থানীয়রা।

সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ কয়েক লোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে এই ভাঙ্গন। যা রোধে গাইড ওয়াল ও টেকসই বনায়ন করলে রোধ হবে বলে জানিয়েছে এই কর্মকতা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, শীঘ্রই অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে।

কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় শহর থেকে টেকনাফ পর্যন্ত দৃষ্টিনন্দন ঝাউবন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন