রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপায় রাঙামাটি মোবাইল ফোন বিজনেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানায়, কোনোভাবেই আমরা এনইআইআরের বিরুদ্ধে না। তবে এই প্রক্রিয়ার কিছু সংস্কার, ন্যায্য করনীতি প্রণয়ন, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তাদের কিছু দাবি ও প্রস্তাবনা রয়েছে। এ বিষয়ে তাদের ব্যাখ্যা সরকারকে জানাতে চান। কিন্তু কর্তৃপক্ষ তাদের বিশাল সংখ্যক ব্যবসায়ীর কথা না শুনেই একতরফা এনইআইআর চালু করতে যাচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কোনো পূর্ব-পরামর্শ ছাড়াই হঠাৎ এনইআইআর বাস্তবায়নের ঘোষণা বাজারে চরম অস্থিরতা তৈরি করেছে। ফলে দেশের প্রায় ২৫ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত ২০ লাখেরও বেশি মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন- রাঙামাটি মোবাইল ফোন বিজনেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল হক, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সায়েম, অর্থ সম্পাদক আসাদুর ইসলামসহ অন্যরা।
পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেপ্তার
আর/


